নকল ওষুধ: সুখবর দিল রেনাটা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২২ | ০০:০৭ | আপডেট: ০১ জুন ২০২২ | ০০:০৭
নকল ওষুধের খবর প্রায় প্রতিদিনই পাওয়া যায়। এক শ্রেণির অসাধু চক্র শহর-নগর, গ্রামেগঞ্জে নকল ওষুধ ছড়িয়ে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সুখবর দিল শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ম্যাক্সপ্রো মাপস ৪০ মিলি গ্রাম ট্যাবলেটের স্ট্রিপে থাকা ইউনিক কোড এসএমএস করে যাচাই করা যাবে ওষুধটি আসল কিনা। এসএমএস করতে হবে ২৬৯৬৯ নম্বরে। তাতে সহজেই জানা যাবে ওষুধ প্রস্তুতকারকের নাম, প্রস্তুতকাল ও মেয়াদকাল। এছাড়া স্ট্রিপে থাকা কিউ.আর কোড স্ক্যান করেও জানা যাবে দরকারি সব তথ্য।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেনাটা জানায়, ম্যাক্সপ্রো মাপস ৪০ মিলি গ্রাম ট্যাবলেট গ্যাস্ট্রিক আলসার, বুকজ্বালাপোড়া ও হাইপার এসিডিটির ওষুধ। আগামী জুন মাস থেকে এটি বাজারে পাওয়া যাবে। বাংলাদেশের প্রথম ও একমাত্র ডুয়াল ভেরিফিকেশন সম্বলিত ওষুধ হতে যাচ্ছে এটি। ডাইনামিক এই ডুয়াল ভেরিফিকেশন প্রযুক্তি ওষুধের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে রেনাটা।
প্রসঙ্গত, বর্তমানে ম্যাক্সপ্রো মাপস ২০ মি.গ্রা গ্যাস্ট্রিকের বহুল প্রচলিত ট্যাবলেট। এরই ধারাবাহিকতায় অধিক কার্যকরী ম্যাক্সপ্রো মাপস ৪০ মি.গ্রাম আসছে।