ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বীরাঙ্গনা ছাড়া নেওয়া হবে না আবেদন

বীরাঙ্গনা ছাড়া নেওয়া হবে না আবেদন

আবু সালেহ রনি

প্রকাশ: ০২ জুন ২০২২ | ১২:০০

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত বীরাঙ্গনা ছাড়া নতুন করে আর কোনো ক্যাটাগরিতে (শ্রেণি) মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করা হবে না। তবে বিভিন্ন বাহিনীর বেসামরিক সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রবাসী সংগঠক, কর্মীসহ ১৯টি ক্যাটাগরিতে যাঁরা গত ১১ এপ্রিল পর্যন্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে আবেদন করেছেন, আবেদন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।
মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান জামুকার ৭৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামুকা সভার সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গত ১৮ মে এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকা বিভাগের ৭২, চট্টগ্রাম বিভাগের ৮৩, রংপুর বিভাগের ৪১ জনসহ মোট ১৯৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তি এবং অন্য আরও ৫টি ক্যাটাগরিতে ৮২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই ৫ ক্যাটাগরির মধ্যে বীরাঙ্গনা ২ জন, মুক্তিযুদ্ধের সময় বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসাসেবা প্রদানকারী মেডিকেল টিমের ৭ জন চিকিৎসক ও নার্স, মুজিবনগর সরকারের ৮ জন কর্মচারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী ২ জন ও যুদ্ধাহত ২১ জন।
এদিকে শহীদ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুজিবনগর কর্মচারী, শব্দসৈনিক, বিশ্রামগঞ্জ হাসপাতাল, বীরাঙ্গনাসহ যেসব ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে জামুকা ও মন্ত্রণালয়ে আবেদন যাচাই-বাছাইয়ের অপেক্ষায় রয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য তিন সদস্যের বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে। শাজাহান খান এমপির নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন মোস্তাফিজুর রহমান এমপি ও মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক। পদাধিকারবলে জামুকার মহাপরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বীরাঙ্গনা ছাড়া আর কোনো নতুন আবেদন গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সমকালকে বলেন, 'আর কত? ৫১ বছর হয়ে গেল। বীরাঙ্গনারা মুক্তিযুদ্ধের পর থেকেই আড়ালে ছিলেন। তাঁরা প্রকাশ্যে যুদ্ধের দুঃসহ স্মৃতির কথা বলতে চাইতেন না। আমরা তাঁদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছি, এখনও অনেকে স্বীকৃতির জন্য আবেদন করছেন। তাঁদের তথ্যউপাত্ত এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় পর্যালোচনা করে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তাই বীরাঙ্গনার আবেদন পাওয়া গেলে সেটি গ্রহণ করা হবে।'
মন্ত্রী আরও বলেন, 'মুক্তিযোদ্ধার নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের কাজ চলছে। এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তাই বীরাঙ্গনা ছাড়া অন্য ক্যাটাগরিতে নতুন আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য করা প্রায় দেড় লাখ আবেদন বর্তমানে যাচাই-বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে।
জামুকার ৭৯তম সভায় ৫ ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশপ্রাপ্তরা হলেন- বীরাঙ্গনা গোপালগঞ্জের মুকসুদপুরের কেয়া আক্তার, মৌলভীবাজারের কমলগঞ্জের তাইজুন বেগম, বিশ্রামগঞ্জ হাসপাতালে দায়িত্বপালনকারী লালমনিরহাটের আদিতমারীর মোজাম্মেল হক, কিশোরগঞ্জের বাজিতপুরের মৃত আব্দুল ওয়াহাব, সদরের নাসিমা বেগম, কুষ্টিয়া সদরের এস কে সামছুজ্জোহা, প্রণব কান্তি রায়, কুমিল্লার আদর্শ সদরের মনির আহম্মেদ, ঢাকার খিলগাঁওয়ের ডা. মো. ওয়াহেদুল ইসলাম, মুজিবনগর কর্মচারী ময়মনসিংহ সদরের পীযুষ কান্তি সরকার, ময়মনসিংহের গৌরাঙ্গ চন্দ্র আচার্য, কুড়িগ্রামের রাজীবপুরের মো. আব্দুর রাজ্জাক, ভূরুঙ্গামারীর মৃত খলিলুর রহমান, মো. আজিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দীগেন্দ্র চন্দ্র সরকার, যশোরের ষষ্টিতলার হোসনে আরা খাতুন, শব্দসৈনিক চট্টগ্রাম সদরের দেবী চৌধুরী, রংপুর সদরের মৃত মকবুল হোসেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জামালপুর সদরের মো. আব্দুল ছালাম, ইসলামপুরের মো. রফিক উদ্দিন সরকার, সরিষাবাড়ীর মো. আফজাল সরকার, টাঙ্গাইলের নাগরপুরের রাহমানী শেখ আব্দুর রহমান, কুমিল্লার বুড়িচংয়ের মো. নুরুজ্জামান, ঠাকুরগাঁওয়ের হরিপুরের মো. গোলাম হোসেন, কিশোরগঞ্জের কুলিয়ারচরের মো. আবু শামা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মো. মনিরুল হক, সদরের শেখ সিরাজুল ইসলাম, গোপালগঞ্জের কাশিয়ানীর ডারু. আই. এম ফারুক, শরীয়তপুরের জাজিরার ডি এম কামাল, মো. আইয়ুব আলী বেপারী, আ. মান্নান খান, মো. আব্দুর ছাত্তার খলিফা, নড়িয়ার মো. আব্দুল মালেক সর্দার, মাগুরার শালিখার নুর মোহাম্মদ, মৌলভীবাজারে রাজনগরের মো. নজব উল্লা, কুলাউড়ার আকবর আলী, যশোর সদরের শেখ সিরাজুল ইসলাম, চাঁদপুর মতলবের নজরুল ইসলাম, টাঙ্গাইলের দেলদুয়ারের মো. শামছুল ইসলাম এবং ঢাকার ধানমন্ডির আবুল খায়ের আবদুল্লাহ। জামুকা সূত্রে জানা গেছে, শিগগির তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

আরও পড়ুন

×