ঢাকায় গ্রেপ্তার আরএসআরএমের এমডি জামিন পেলেন চট্টগ্রামে

বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব
সমকাল প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৫:৫১ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৫:৫৬
ঢাকায় গ্রেপ্তার রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে জামিন দিয়েছেন চট্টগ্রামের আদালত। বৃহস্পতিবার চেক প্রতারণার সাতটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাকসুদুর রহমানকে চট্টগ্রামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে জামিন দেন বিচারক।
র্যাব সূত্র জানায়, বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাকসুদুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে গুলশান-২ নম্বর সেকশনের ১২২ নম্বর নম্বর সড়কের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে হাজির করা হয়। এ সময় পরোয়ানা থাকা একটি মামলাসহ চেক প্রতারণার আরও ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে মাকসুদুর রহমানের আইনজীবীরা জামিন আবেদন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮৪ সালে যাত্রা শুরু করে চট্টগ্রামের ইস্পাত খাতের অন্যতম শিল্প প্রতিষ্ঠান রতনপুর গ্রুপ। তাদের বার্ষিক টার্নওভার ছিল প্রায় ৭০০ কোটি টাকা এবং কর্মীসংখ্যা ছিল ৮০০। কিন্তু ৪০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিলের কারণে গ্রুপটির দুটি কারখানার উৎপাদন এক বছর ধরে বন্ধ রয়েছে। গ্রুপটির কাছে বর্তমানে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার ঋণ আটকে আছে।
এ পাওনা আদায়ে গ্রুপের কর্ণধারদের বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের দুটি এনআই অ্যাক্ট মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই গ্রুপটির কাছে সবচেয়ে বেশি ১ হাজার ২০০ কোটি টাকা পাওনা রয়েছে জনতা ব্যাংকের লালদিঘী শাখার। এর মধ্যে মেসার্স মডার্ন স্টিল মিলস লিমিটেডের কাছে ৪০৯ কোটি, মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কাছে ৩১৩ কোটি এবং এসএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের কাছে ৪৮২ কোটি টাকা পাওনা রয়েছে।
এর আগে জানুয়ারিতে আরএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। জনতা ব্যাংকের ৩১২ কোটি ৮২ লাখ টাকা ঋণখেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।