বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকীি উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, ছবি: আইএসপিআর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২ | ০৬:০৪ | আপডেট: ১১ জুন ২০২২ | ০৬:০৪
বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যা লি, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমানবাহিনী পরিবারের অন্তর্নিহিত সম্ভাবনা ও সুপ্ত প্রতিভার সুপরিকল্পিত বিকাশ সাধন এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৯৭৭ সালের ১০ জুন বাংলাদেশ বিমানবাহিনী মহিলা সমিতির (বাফওয়া) কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বিগত এক বছরে বাফওয়ার গৃহীত বিভিন্ন উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রম- যেমন, বিমানবাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে প্যাথলজি, রেডিওলজি ও শল্যচিকিৎসা দেওয়ার জন্য ‘নব আলো’প্রকল্প, বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত স্কুল (Blue Sky) প্রতিষ্ঠা, চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা দেওয়া, শমশেরনগরে ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী’ স্কুল স্থাপন, Blue Horizon কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প, ‘ইন্ডাস্ট্রিয়াল হোম পাইলট প্রকল্প’, অবসরপ্রাপ্ত বিমান সেনা ও এমওডিসি (বিমান) পত্নীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ‘সুরক্ষা’ স্কিম, বাফওয়া আঞ্চলিক শাখাগুলোতে Belleza নামে চেইন বিউটি পার্লার স্থাপন ইত্যাদি বিষয় উল্লেখ করেন।
এছাড়া খুব শিগগির বিমান সেনা, এমওডিসি (এয়ার) ও বেসামরিক কর্মচারীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, মানসম্মত চিকিৎসার লক্ষ্যে হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ডেইরি ফার্ম প্রতিষ্ঠা এবং বিভিন্ন ভাষা শিক্ষার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাবের কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে বলে জানানো হয়।
এই অনুষ্ঠানমালা ঢাকা এলাকার পাশাপাশি একই সময়ে বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিতেও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাফওয়ার সাবেক সভানেত্রীরা, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পত্নীরা ও কেন্দ্রীয় বাফওয়ার সহ সভানেত্রীরাসহ ঢাকা অঞ্চলের আঞ্চলিক শাখার সভানেত্রীরা, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পত্নীরা এবং বিভিন্ন আঞ্চলিক শাখার সদস্য ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বিমান সেনাদের পত্নীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর