শাহজালাল বিমানবন্দর
৭৪ যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২২ | ১০:০৩ | আপডেট: ১৭ জুন ২০২২ | ১০:০৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বরিশাল থেকে আসা ফ্লাইটটি জরুরি অবতরণ করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সমকালকে বলেন, বিমানে কারিগরি ত্রুটি দেখা দিলেও পাইলট দক্ষতার সঙ্গে তা ঢাকায় নিরাপদে অবতরণ করান। এ ঘটনায় যাত্রীদের কোনো সমস্যা হয়নি বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।