ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভ্রাম্যমাণ আদালত

জরিমানার অর্থ জমা হচ্ছে কিনা, খতিয়ে দেখতে নির্দেশ

জরিমানার অর্থ জমা হচ্ছে কিনা, খতিয়ে দেখতে নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২২ | ০৯:৫৮ | আপডেট: ২০ জুন ২০২২ | ০৯:৫৮

সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট ) জরিমানার অর্থ সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬৮ জেলার জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। শুনানিতে হাইকোর্ট বলেন, মোবাইল কোর্টের জরিমানার অর্থ কোষাগারে জমা না দেওয়া ভয়াবহ অপরাধ।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শরীয়তপুরে ৭৫৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ কোটি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু বেঞ্চ অফিসার ইমামুদ্দিন ওই অর্থ কোষাগারে জমা দেননি। বিষয়টি তদন্ত হলে, নামমাত্র কিছু অর্থ জমা দেন তিনি। এতে সহযোগী ছিলেন তাঁর স্ত্রী বেঞ্চ সহকারী কমলা আক্তার। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলা প্রমাণিত হলে ইমামুদ্দিনকে ২৩ বছরের সাজা দেন বিচারিক আদালত। স্ত্রীকেও পৃথক দণ্ড দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তাঁরা। গতকাল ওই আপিলের শুনানি নিয়ে ইমামুদ্দিনের সাজা হাইকোর্ট বহাল রাখেন। তবে এ মামলায় খালাস দেওয়া হয় ইমামুদ্দিনের স্ত্রী কমলা আক্তারকে। এ সময় রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট মোবাইল কোর্টে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসক এবং মোবাইল কোর্ট পরিচালনাকারী সংশ্নিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

আরও পড়ুন

×