কৃষিতে অবদান রাখায় ১৩ জন সম্মাননা পাচ্ছেন আজ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২২ | ২৩:০৪
প্রথমবারের মতো 'কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)' সম্মাননা দেবে কৃষি মন্ত্রণালয়। এর আগে ২০১৯ সালে এআইপি নীতিমালা প্রণীত হয়েছে। এর আলোকে প্রথমবার ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে এ সম্মাননা, পাচ্ছেন ১৩ জন। সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মতো সুযোগ-সুবিধা পাবেন।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, কৃষি এবং কৃষকদের উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধু ১৯৭৩ সালে 'বঙ্গবন্ধু পুরস্কার তহবিল' গঠন করেন। বঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। তাই তিনি কৃষির সাফল্যের অন্যতম কারিগর কৃষক, কৃষি বিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ এ খাতের সঙ্গে সম্পৃক্তদের প্রতি বছর সম্মাননা জানাতে ও তাঁদের উৎসাহিত করতে এআইপি সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ পুরস্কার কৃষি খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।