অর্থ পাচার মামলা
ফালুসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৭ আগস্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২২ | ১১:১৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২২ | ১১:১৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ তিনজনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকা বিভাগীয় বিশেষ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ দিন ধার্য করেন।
তবে ফালুকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে। কারণ, মামলাটিতে তিনি কখনও আদালতে হাজির হননি, এমনকি জামিনও নেননি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও বিদেশে থাকায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ জন্য ফালুকে পলাতক উল্লেখ করে আদালত একটি প্রজ্ঞাপন দেন।
এই মামলায় গত বছরের ৩০ সেপ্টেম্বর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেছিল দুদক।