নিরপেক্ষ নির্বাচনের চেষ্টা ছিল মাহবুব তালুকদারের: জিএম কাদের

জিএম কাদের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১০:৫১ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১০:৫১
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে শোক জানিয়ে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রয়াত মাহবুব তালুকদার ছিলেন একজন আদর্শ মানুষ। নির্বাচন কমিশনার হিসেবে তিনি অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আন্তরিক চেষ্টা করেছেন।
বুধবার শোকবার্তায় এসব কথা বলেছেন বিরোধী দলের উপনেতা জিএম কাদের। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন মাহবুব তালুকদার। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন। মাহবুব তালুকদারের মৃত্যুতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুও শোক জানিয়েছেন।
- বিষয় :
- মাহবুব তালুকদার
- মৃত্যু
- শোক