বঙ্গবন্ধুর হাতেই পর্যটন শিল্প বিকশিত হয়েছে: পর্যটন প্রতিমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৩:৩৩ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৬:২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই দেশের পযর্টন শিল্প বিকশিত হয়েছে বলে উল্লেখ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সোমবার গাজীপুরের সালনায় পযর্টন রিসোর্ট এন্ড পিকনিক স্পট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, দেশের উন্নয়নে পযর্টন শিল্পের বিকাশ ঘটাতে হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এর আগে আনুষ্ঠানিকভাবে এ রিসোর্ট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এরপর রিসোর্ট এলাকায় নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর। এতে আরও উপস্থিত ছিলেন পযর্টন করপোরেশনের অতিরিক্ত সচিব, গাজীপুরের জেলা প্রশাসক প্রমুখ।