ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মৃত্যুহীন দিনে আরও ২৮২ জনের করোনা শনাক্ত

মৃত্যুহীন দিনে আরও ২৮২ জনের করোনা শনাক্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১০:১০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১০:১০

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময় করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জন, মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর থেকে এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণের হার কয়েক দফা ওঠানামা করেছে।

আরও পড়ুন

×