গেস্ট হাউজের ছাদ থেকে পড়ে ভারতীয় মেডিকেল ছাত্রীর মৃত্যু

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৬ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি গেস্ট হাউজের ছাদ থেকে পড়ে খুশবু মঞ্জুর (১৯) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গেস্ট হাউস কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রী ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নিহত খুশবু মঞ্জুর ভারতের কাশ্মীর প্রদেশের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে এবং এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে খাওয়ার পর সাড়ে তিনটার দিকে সহপাঠীদের ঘুরতে যাওয়ার কথা বলে খুশবু মঞ্জুর গেস্ট হাউজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়েন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় পিপিডি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, মঙ্গলবার সকালে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবুসহ এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যান। দুপুরে খাবার খাওয়ার পর খুশবু চার তলা ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
ওসি আরও বলেন, ওই ছাত্রীর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও নিহত ওই শিক্ষার্থীর ভাইও একই মেডিকেল কলেজে পড়াশোনা করেন। তিনিও হত্যার মতো কোনো অভিযোগ আনেননি। তবে ওই ছাত্রীর মৃত্যুর কারণ পুলিশ খতিয়ে দেখছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- ভারতীয় শিক্ষার্থী
- ছাদ থেকে পড়ে