ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনায় আরও একজনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

করোনায় আরও একজনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৩ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৩

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ ৩৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের বিপরীতে নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ২৪১টি। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪০ শতাংশে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সোমবার এক দিনে ৩৩৩ কভিড রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।

এরপর গত মঙ্গলবার ৩১৩ জন নতুন রোগী নিয়ে শনাক্তের হার আরও বেড়ে ৬ দশমিক ৭১ শতাংশ হয়। গত বুধবার নতুন রোগীর সংখ্যা কিছুটা কমে ২৮২ হলেও শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছে যায়।

নতুন শনাক্তসহ দেশে মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জন হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৩৩০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ ২২৭ জন রোগীসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

আরও পড়ুন

×