বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ

বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র মিনারুল ইসলাম মিনার হত্যার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০০:১৮
দিনাজপুর সদরের ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র মিনারুল ইসলাম মিনার (১৬) নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি করে তারা।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, প্রধানমন্ত্রী ভারতে থাকাকালে মিনারকে হত্যা করল বিএসএফ। আমরা আশা করেছিলাম, তিনি মিনারসহ সীমান্তে শত শত বাংলাদেশি হত্যার বিষয়ে নিন্দা জানাবেন এবং একটি সমাধানে পৌঁছবেন। কিন্তু সেখানে এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। জাতীয় স্বার্থের একটিও প্রধানমন্ত্রী পূরণ করতে পারেননি।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা মহানগর শাখার সভাপতি অনুপম রায় রূপক, সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ ও ছাত্র সংগঠনগুলো প্রতিবাদে নামলে ছাত্রলীগ সেখানে সন্ত্রাসীর মতো হামলা করছে। স্কুলছাত্র মিনার হত্যার প্রতিবাদ করায় পাবনায় ছাত্র ফেডারেশনের মানববন্ধনে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
- বিষয় :
- ভারত সীমান্ত
- বিএসএফ