শতাধিক এলএন্ডডি পেশাদারদের নিয়ে ‘বোল্ড ট্রেইনারস মিট’ আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৩:২৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৪:১০
দেশের প্রশিক্ষক, ফ্যাসিলিটেটর ও কোচদের জন্য সর্বোচ্চ প্ল্যাটফর্ম বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড) ‘বোল্ড ট্রেইনারস মিট’ আয়োজন করেছে। অনুষ্ঠানটি আয়োজিত হয় ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এর সহযোগিতায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই বৈঠকটি শীর্ষস্থানীয় ও অন্যান্য লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এলএন্ডডি) পেশাদারদের একত্রিত করেছে।
আলোচনাকালে বক্তারা বাংলাদেশে প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের বাজারকে আরও বড় করার ওপর জোর দেন।
বোল্ড ট্রাস্টি বোর্ডের সদস্যসহ ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারীরা এই ইন্টারেক্টিভ নেটওয়ার্কিং ইভেন্টে যোগ দেন।
অন্যান্যদের কিছু আলোচনার মধ্যে বোল্ড শ্রোতাদের টেডএক্স ফরম্যাটে বোল্ড টক, ট্রেইনিং সার্টিফিকেশন, ভ্যাট বাতিলের ক্যাম্পেইন, মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগকারী সংস্থাগুলির জন্য এইচআরডি পুরস্কারসহ ইত্যাদি বিষয়ে অবহিত করেছে।