ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪১

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪১

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৫৫ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৫৫

দেশে গত এক দিনে আরও ১৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে ১৪১ নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশে।

এর আগের দিন করোনা শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। শুক্রবার দেশে ৩৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২ জনের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১১০ জন ঢাকা, ৪ জন ময়মনসিংহ, ১০ জন চট্টগ্রাম, ১১ জন রাজশাহী এবং ৪ জন সিলেট বিভাগের। এই সময়ে ৬৪ জেলার মধ্যে ৩৯ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জন। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৩৩৯ জন রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৮৪ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন।

আরও পড়ুন

×