ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিশ্বব্যাংক কর্মকর্তা ঢাকায়

১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২৩:১৬

বিশ্বব্যাংকের কাছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার সংস্থাটির দক্ষিণ এশিয়ার অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের বৈঠকে এ সহায়তা চাওয়া হয়।

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন ইআরডি সচিব শরিফা খান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহম্মেদ কায়কাউস এবং অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনও বৈঠকে উপস্থিত ছিলেন।

সংশ্নিষ্ট সূত্র জানায়, বিশ্বব্যাংকের বাজেট সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইআরডি সচিব। তিনি বলেন, করোনার সংকট কাটিয়ে ওঠার পথেই ছিল বাংলাদেশ। তবে এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি, খাদ্যসহ বিভিন্ন পণের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। চলতি হিসাবেও ঘাটতি বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের সম্প্রসারিত বাজেট সহায়তা প্রয়োজন বাংলাদেশের।

বৈঠকে উপস্থিত ইআরডির বিশ্বব্যাংক উইংয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, দ্রুত বাজেট সহায়তার অর্থ পাওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এর বাইরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

কয়েক মাস আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা চেয়েছিলেন। তবে এ বিষয়ে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। আজ মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে মার্টিন রাইজারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিন দিনের সফরে মার্টিন রাইজার গতকাল সকালে ঢাকায় পৌঁছান। দায়িত্ব পাওয়ার পর এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। বিভিন্ন উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন

×