দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপনের প্রত্যাশা জাতিসংঘের

মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ছবি-সমকাল
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩৯
আসন্ন দুর্গাপূজা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘ। গতবারের সহিংসতার কথা স্মরণ করিয়ে দিয়ে চলতি বছরের উৎসব নিয়ে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার ঢাকার জাতিসংঘের তথ্য কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্দিরে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে যাওয়ার লক্ষ্য হচ্ছে, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা। মন্দির পরিদর্শনের আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস। এর পর তিনি মন্দির ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন। সেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছেন।
- বিষয় :
- গোয়েন লুইস
- জাতিসংঘ
- শান্তিপূর্ণভাবে উদযাপিত