ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেশে নষ্ট রাজনীতির চর্চা রয়েছে

দেশে নষ্ট রাজনীতির চর্চা রয়েছে

পুলশিরে বদিায়ী মহাপরর্দিশক ড. বনেজীর আহমদে। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২২:২২

পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল, এখনও রয়েছে। এ চর্চায় কিছু ব্যক্তি আমাকে অন্যায় ও আযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিস্কার করেছেন। তাঁদের প্রতি আজ আমি বলতে চাই, কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। তাঁরাও ভালো থাকবেন, সে প্রত্যাশা করব। কারণ সবাইকে নিয়েই আমাদের আজকের বাংলাদেশ।

অবসরে যাওয়ার আগে শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে এসব কথা বলেন বেনজীর আহমেদ। দীর্ঘ ৩৪ বছর ৫ মাস ১৬ দিনের কর্মজীবন শেষ করে আজ শুক্রবার অবসরে যাচ্ছেন তিনি। কর্মজীবনের নানা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদায়ী পুলিশপ্রধান।

ড. বেনজীর আহমেদ বলেন, বর্তমান পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, একইভাবে পরবর্তী দায়িত্বে যাঁরা আসবেন, তাঁদেরও সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, চাকরির শেষ দিন, মানে কাল (শুক্রবার) থেকে জীবনের একটি পাতা উল্টিয়ে নতুন পাতা পড়ার চেষ্টা করব। তার মানে কাল থেকে দেখা হবে না, কথা হবে না- এমনটি নয়। সামাজিক জীব হিসেবে সবার সঙ্গে যোগাযোগ থাকবে।
নানা প্রতিবন্ধকতা পার করে বাংলাদেশ আজকের পর্যায়ে এসেছে- মন্তব্য করে বিদায়ী আইজিপি বলেন, প্রায় ৩ হাজার ডলারের মাথাপিছু আয়ে পৌঁছেছে দেশ। এ সময় নানা দারিদ্র্য, অসুখ-বিসুখ, বঞ্চনা দেখেছে দেশ। অনেক ধরনের রাজনীতির খেলা হয়েছে।

তিনি বলেন, ১২ বছর ঢাকায় দায়িত্ব পালন করেছি। ডিএমপি কমিশনার, র‌্যাবের ডিজি ও সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা সমর্থন জুগিয়েছেন, দেশবাসীও সমর্থন জুগিয়েছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধারাবাহিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করেছি। দায়িত্ব পালনে অনেক চ্যালেঞ্জের মাঝে ফরমালিনবিরোধী অভিযান ছিল 'বড় চ্যালেঞ্জ' ফরমালিনমুক্ত করতে গিয়ে হাজার হাজার টন মাছ, ফল ও সবজি ধ্বংস করতে হয়েছে। এ ছাড়া সুন্দরবনকে জলদস্যুমুক্ত করাটাও চ্যালেঞ্জের একটি কাজ ছিল। ৪০০ বছর আগেও জলদস্যু ছিল। সুন্দরবন আজ দস্যুমুক্ত।

টেকনাফের কাউন্সিলর একরাম খুন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনজীর বলেন, এ বিষয়টি অন্যায্য, অনৈতিক- তা চিহ্নিত না হওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করার কোনো সুযোগ নেই। আমার ফিল্ড লেভেলের লোকজন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। তাদের সঙ্গে যে ভদ্রলোক নিহত হয়েছেন, তার কিন্তু ব্যক্তিগত বিরোধ নেই, ব্যক্তিগত বিষয়ও নয়। এটা আমরা অনেকেই চিহ্নিত করার চেষ্টা করি ব্যক্তিগত বিষয়; কিন্তু সেটা না।

আরেক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ওই ঘটনায় ম্যাজিস্ট্রেটের তদন্ত হয়েছে। আমি যখন চলে আসি, তখন অভ্যন্তরীণ তদন্তের আদেশ দিয়ে এসেছি। তদন্ত হয়নি, এ কথা ঠিক নয়। বিভাগীয় তদন্ত হয়েছে।

অবসর প্রস্তুতিকালীন ছুটিতে নিরাপত্তা 

অবসরের প্রস্তুতিকালীন ছুটিতে বেনজীর আহমেদের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। বুধবার এক চিঠিতে বলা হয়, বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিকালীন ছুটির পুরো সময় তাঁকে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী আইজিপি।

আরও পড়ুন

×