ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তি সবদিকে

বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তি সবদিকে

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ০৬:০৬ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ০৬:৪১

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের সেবা কার্যত্রক্রম। ভোগান্তিতে পড়েছে মোবাইল-ইন্টারনেট মোবাইল ইন্টারনেট গ্রাহকেরা। মোবাইল নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। কলড্রপ বেড়ে গেছে। ইন্টারনেটের গতি কমে গেছে। একই সাথে দুর্ভোগ দেখা দিয়েছে সিএিনজি স্টেশনগুলোতেও।

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলজুড়ে বিদ্যুৎ নেই। এরই মধ্যে দেশের এক হাজার বিটিএস (মোবাইল টাওয়ার) এর সেবা বিঘ্নিত হয়েছে। আরও কয়েক হাজার বিটিএস ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ বিকল্প উপায়ে বিটিএসগুলো দুই-তিন ঘণ্টা চালু রাখা যায়। এর মধ্যে বিদ্যুৎ না এলে মোবাইলে ও ইন্টারনেট সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেবে।

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সমকালকে বলেন, বিটিএসগুলোর ব্যাকআপ নির্দিষ্ট সময় থাকে। বিদ্যুৎ আসতে দেরি হলে নেটওয়ার্ক সেবায় বিঘ্ন ঘটবে।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় নেটের ব্যবহার কমে গেছে।

এ ছাড়া বিদ্যুৎ না থাকায় ঢাকাসহ বিভিন্ন এলাকার অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে। ফলে গ্যাস ভরতে আসা গাড়িচালকেরা ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রাজধানীর বহুতল ভবনের বাসিন্দারাও দুর্ভোগের মুখে রয়েছেন। অনেক ভবনের জেনারেটরও বন্ধ হয়েছে তেল ফুরিয়ে যাওয়ায়। তা ছাড়া বিদ্যুৎ না থাকায় গরমে বাসা-বাড়ির শিশু ও বয়োজ্যেষ্ঠদের ভোগান্তি বেড়েছে।

মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি।৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে৷ ঢাকার কিছু এলাকাসহ দেশের সীমিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। 

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন -হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সমকালকে বলেন, আশা করছি, আজ মঙ্গলবার রাতের মধ্যেই সারা দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুজে বের করতে কাজ করবে।

প্রতিমন্ত্রী ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য্য ধারণের অনুরোধ করেন।

আরও পড়ুন

×