মৈত্রী এক্সপ্রেস থেকে মদসহ আড়াই কোটি টাকার পণ্য জব্দ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ২৩:৫৩
শুল্ক্ক ফাঁকি ও পণ্য চোরাচালানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনকে। অভিযোগ উঠেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় টেবিল ট্যাক্স ব্যবস্থা না থাকার সুযোগ নিচ্ছেন এ চক্রের শতাধিক সদস্য। মাঝেমধ্যে শুল্ক্ক গোয়েন্দাদের অভিযানে অবৈধ পণ্যের কিছু চালান জব্দ হলেও চক্রটির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মঙ্গলবার বিদেশি মদসহ প্রায় আড়াই কোটি টাকার পণ্য জব্দ
করা হয়েছে।
গতকাল বুধবার শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থার উপপরিচালক সানজিদা খানম সমকালকে জানান, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে
জব্দ করা হয় মৈত্রী এক্সপ্রেসে বহন করা শতাধিক যাত্রীর অবৈধ পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, শাল, চাদর, টিশার্ট, ওড়না, ট্রাউজার, ওয়ান পিস, ব্লেজার ও পাঞ্জাবি। এ ছাড়া কসমেটিকস, জুয়েলারি ইমিটেশন, ওষুধ, জর্দা, চকলেট, থান কাপড়, মদ, হাতঘড়ি ও সিগারেটও রয়েছে।
গোয়েন্দারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত ১১১ যাত্রীকে শনাক্ত করা হয়। চারজনের পণ্য পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়েছে। এসব পণ্য কাস্টমস হেফাজতে রাখা হয়েছে।
সানজিদা খানম জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানে সক্রিয় রয়েছে একটি চক্র। চক্রটির দেশি-বিদেশি সদস্য সংখ্যা শতাধিক। তারা বিভিন্ন কৌশলে রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ভারত থেকে বিভিন্ন পণ্যের পাশাপাশি অবৈধ মদ নিয়ে আসছে। অভিযানে যাত্রীদের কাছ থেকে ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বিপুল পরিমাণ ভারতীয় মালপত্র জব্দ করা হয়েছে।
- বিষয় :
- মৈত্রী এক্সপ্রেস
- পণ্য জব্দ
- শুল্ক্ক ফাঁকি