ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৪৩

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৪৩

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২ | ০৪:৫৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২২ | ০৪:৫৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে আরও ২৪৩ রোগী শনাক্ত হয়েছেন। এসময় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮২ শতাংশ।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৪৬৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৭৫ জন ঢাকা বিভাগের, ৮ জন ময়মনসিংহ বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ৯ জন রাজশাহী বিভাগের, ৯ জন খুলনা বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ১ জন বরিশাল বিভাগের ও ৪ জন সিলেট বিভাগের বাসিন্দা।

এর আগেরদিন বুধবার দেশে করোনা শনাক্তের হার ছিল ৭.১৮ শতাংশ। এদিন করোনায় দুজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে করোনায় আক্রান্ত হিসেবে ৩০০ রোগী শনাক্ত হন।

আরও পড়ুন

×