স্মারক বক্তৃতায় বক্তারা
দেশের স্থাপত্যের অন্যতম পুরোধা রবিউল হুসাইন

স্থপতি ও কবি রবিউল হুসাইন (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০৬:৪৮
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি রবিউল হুসাইন ছিলেন দেশের স্থাপত্য শিল্পের বিকাশে অন্যতম পুরোধা। তিনি মুক্তিযুদ্ধের চেতনার স্থাপত্য নিয়ে কাজ করেছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি, স্থপতি ও কবি রবিউল হুসাইন স্মারক বক্তৃতায় বক্তারা এসব কথা বলেন। ইনস্টিটিউট অব আর্কিটেক্ট, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কিন জাদুঘর বিশেষজ্ঞ বারবারা এফ চার্লস।
'পাঠ : এমস, কান ও মুক্তিযুদ্ধ জাদুঘর' শীর্ষক এ বক্তৃতায় বারবারা শুরু করেন তাঁর কর্মজীবন শুরুর অভিজ্ঞতা দিয়ে। তিনি কাজ শুরু করেছিলেন খ্যাতিমান মার্কিন নকশাকার, স্থপতি ও চলচ্চিত্রকার চার্লস অরমন্ড এমস জুনিয়র ও তাঁর স্ত্রী রে কায়সারের কার্যালয়ে। আধুনিক স্থাপত্য ও আসবাবের নকশায় তাঁদের অবদান যুগান্তকারী। তিনি বলেন, রবিউল ছিলেন আকর্ষণীয় ব্যক্তিত্বের, দূরদৃষ্টিসম্পন্ন রসিক মানুষ। তাঁর সঙ্গে কথা বলতে, নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শন ভাবনা নিয়ে আলোচনা করতে খুব ভালো লাগত।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে স্থপতিদের সেতুবন্ধ শুরু থেকেই। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা ও চারবারের সভাপতি রবিউল হুসাইন ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। তিনি দেশের স্থাপত্য শিল্পের বিকাশে অনেক অবদান রেখেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, রবিউলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা আটজন ট্রাস্টি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটের সাবেক সভাপতি কাজী গোলাম নাসির বলেন, রবিউল ছিলেন ঝিনুকের মতো। তাঁর কবিতা ও স্থাপত্য ছিল মুক্তার মতো।