ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাইবান্ধা উপনির্বাচন: ১৫ জানুয়ারির আগেই ভোট

গাইবান্ধা উপনির্বাচন: ১৫ জানুয়ারির আগেই ভোট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:৩৩ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:৩৫

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ চলতি সপ্তাহের শেষে ঘোষণা করা হবে। ১৫ জানুয়ারির আগেই ভোট নেওয়া হবে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গত ১২ অক্টোবর নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণের মাঝপথে এই নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়। পরে ইসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১৩৪ কর্মকর্তাকে শাস্তির সুপারিশ করে ইসি। এর মধ্যে ১২৫ জন প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন। অনিয়মের কারণে রিটার্নিং কর্মকর্তাকে দায়ী করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে দোষী হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের আর ভোট গ্রহণের দায়িত্ব না দেওয়ার কথা জানিয়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘নতুন করে যাঁরা ভোটের দায়িত্ব পাবেন, তাঁদেরকে ভয়ের ঊর্ধ্বে থাকতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের সাহস নিয়ে কাজ করতে হবে। তাঁদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

রাশেদা সুলতানা বলেন, ‘অনিয়মে জড়িত ১২৫ প্রিজাইডিং কর্মকর্তাকে নতুন করে ভোটের দায়িত্ব দেওয়ার সুযোগ নেই। উপযুক্ত কর্মকর্তা সংশ্নিষ্ট উপজেলার মধ্যে না পাওয়া গেলে আশপাশের উপজেলা থেকে আনা হবে। অনেক যোগ্য কর্মকর্তা রয়েছেন। কমিশন সভায় বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ নির্বাচনে সব কেন্দ্র বন্ধ করে দেওয়ার কারণে ১৪৫ ভোটকেন্দ্রেই নতুন করে ভোট নেওয়া হবে জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘পুনঃতপশিলে নতুন করে আর কেউ প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন না। আগে যাঁরা প্রার্থী ছিলেন তাঁদের মধ্যেই ভোট হবে।’ এ নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

×