ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিপ্পার নতুন প্রেসিডেন্ট সামিটের পরিচালক ফয়সাল খান

বিপ্পার নতুন প্রেসিডেন্ট সামিটের পরিচালক ফয়সাল খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৮:০৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৮:০৫

বেসরকারি বিদ্যুৎকেন্দ্র (আইপিপি) মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশনের (বিপ্পা) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান।

সোমবার সামিট গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। গত ২২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফয়সাল খান বলেন, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যাবশ্যকীয়। আমাদের সদস্যরা বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করে আসছেন এবং জাতীয় গ্রিডে ৫০ শতাংশের বেশি বিদ্যুৎ সরবরাহ করেন।

তিনি আরও বলেন, ইউরোপে যুদ্ধের কারণে সৃষ্ট বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমরা বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে চাই।

ফয়সাল খানকে স্বাগত জানিয়েছেন বিপ্পার সস্য সাবেক প্রেসিডেন্ট এবং কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম।

পরিচালনা পর্ষদের নবনির্বাচিত অন্য সদস্যরা হলেন মো. আব্দুর রাজ্জাক রুহানী (ভাইস-প্রেসিডেন্ট- অর্থ ব্যবস্থাপনা), খালিদ ইসলাম (ভাইস-প্রেসিডেন্ট), প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন (ভাইস-প্রেসিডেন্ট), মঞ্জুর কাদির শাফি, প্রকৌশলী এস এম নূর উদ্দিন, সালমান ওবায়দুল করিম, গোলাম রব্বানী চৌধুরী, মো, রুবাইয়াত রুবায়েত তানভীর, সালমান করিম, মাবরুর হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বেসরকারি বিদ্যুৎকেন্দ্র (আইপিপি) মালিকদের সংগঠন বিপ্পার সদস্যসংখ্যা ৫৭টি। সংগঠনটি ২০১৮ সালে গঠিত হয়।

আরও পড়ুন

×