ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিদেশ থেকে আগতদের কোভিড সন্দেহ হলে কোয়ারেন্টাইন নিজ খরচে

বিদেশ থেকে আগতদের কোভিড সন্দেহ হলে কোয়ারেন্টাইন নিজ খরচে

ছবি : সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৬:০৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ | ০৬:১১

চীন ও ভারতসহ যেসব দেশের যাত্রী বাংলাদেশে আসবেন, কোভিড আক্রান্ত সন্দেহ হলে তাঁদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপকরণ বিএফ.৭। এমতাবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাঁদের নিজ খরচে সেলফ (নিজস্ব ব্যবস্থাপনায়) কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর জন্য শিগগিরই সংশ্লিষ্ট হোটেলগুলো নির্ধারণ করে দেওয়া হবে।’

দেশে চীন ফেরত চারজনের করোনা শনাক্ত ব্যক্তিরা করোনার নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত কিনা পরীক্ষা চলছে জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।’

এর আগে গতকাল সোমবার চীন থেকে আসা ১০৫ নাগরিকের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। বাকিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

নতুন ধরনে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা চার চীনা নাগরিকের নমুনা এখন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে। ফলাফল পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

×