নারীকে গাছে বেঁধে শরীরে আগুন: জড়িতদের শাস্তি দাবি মহিলা পরিষদের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ১৬:৫৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ১৬:৫৫
গোপালগঞ্জে এক নারীকে গাছে বেঁধে শরীরে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ নির্যাতনের শিকার গৃহবধূকে সুচিকিৎসা প্রদান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সঙ্গে তার আপন ভাই লিয়াকত মোল্লার দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ইউসুফ আলী তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে চলে যায়। কিন্তু এখন সে সম্পত্তি দাবি করায় দু ভাইয়ের মধ্যে বিরোধ লাগে। এ বিরোধের জের ধরে লিয়াকত মোল্লা তার ভাই ইউসুফ আলী মোল্লার স্ত্রী সুফি বেগমকে ঘর থেকে বাইরে এনে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এর আগে নির্যাতনের শিকার নারীর মাথার চুল কেটে দেওয়া হয়। গুরুতর অবস্থায় গৃহবধূকে কাশিয়ানী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশ্যে গৃহবধূর চুল কর্তন করা, গাছের সাথে বেঁধে শরীরে আগুন ধরিয়ে নির্মম নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদ উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনায় ঘরে বাইরে নারীর নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। পুরুষ শাসিত সমাজে যে কোনও ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে নারীর ওপর চরমভাবে নির্যাতন চালানো হচ্ছে এবং এ ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। আজ নারী ও কন্যা-শিশুরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়।