ঢাবির দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ২ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১০:০৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১০:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে 'মির্জা মোহাম্মদ আবদুল্লাহ ও বেগম বদরুন্নেসা স্মৃতি বৃত্তি ও স্বর্ণপদক' এবং চার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে 'মির্জা মোহাম্মদ আবদুল্লাহ ও বেগম বদরুন্নেসা স্মৃতি বৃত্তি প্রদান' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- ইনস্টিটিউটের শিক্ষার্থী শেখ মহিউদ্দিন শাহরুজ্জামান ও জাফরিন জাবিন মাধুবী। বৃত্তিপ্রাপ্তরা হলেন- সুমাইয়া দীপ্তি, ইসরাত জাহান ইমু, জান্নাতুল ফেরদৌস জেরিন, মেহেদী হাসান।
উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, 'প্রত্যেক শিক্ষার্থীকে আমরা সামাজিক নিরাপত্তা বলয়ে আনার চেষ্টা করি। এই ট্রাস্ট ফান্ড তাতে অন্যতম ভূমিকা রাখবে। এই মহতী উদ্যোগের ফলে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। যাদের নামে এই ট্রাস্ট ফান্ড হয়েছে তাদের জীবনী শিক্ষার্থীদের জীবন পথের পাথেয় হবে। তাদের মূল্যবোধে শিক্ষার্থীরা উজ্জীবিত হবে।'
স্বাগত বক্তব্যে ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মাহবুবা নাসরীন বলেন, '২০০৪ সালে আমরা এই ইনস্টিটিউট যখন গড়ে তুলি। তখন আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরাও যেন এখানে পড়তে পারে সেজন্য শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথা ভাবি। একদিন আমাদের পারিবারিক এক আলোচনায় আমার মা বেগম বদরুন্নেসা একটি ফান্ডের কথা বলেন। তার ধারাবাহিকতায় বাবা ও মায়ের নামে আমাদের পরিবার থেকে এই ট্রাস্ট করা হয়েছে।' এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা মোহাম্মদ আবদুল্লাহ ও বেগম বদরুননেসা স্মৃতি ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. মির্জা মো. আরিফুর রহমান বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বাবা ও মায়ের নামে এই ট্রাস্ট, এটা আমাদের বড় প্রাপ্তি। আমার বাবা অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। আমার মা ভীষণ মমতাময়ী একজন মানুষ। আশা করি এই বৃত্তি শিক্ষার্থীদের অনেক উপকৃত করবে।'
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া দীপ্তি অনুভূতি জানিয়ে বলেন, 'বৃত্তি পেয়ে আমি অভিভূত। আমার স্বপ্ন পূরণে এই বৃত্তি আমাকে এগিয়ে রাখবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আনিসুজ্জামান। সভাপ্রধান ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক দিলারা জাহিদ।