ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রন হক সিকদার ও তাদের পরিবারের অর্থপাচার প্রশ্নে রুল নিষ্পত্তির নির্দেশ

রন হক সিকদার ও তাদের পরিবারের অর্থপাচার প্রশ্নে রুল নিষ্পত্তির নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১১:৪০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১১:৪০

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের অর্থপাচারের অভিযোগ তদন্তের বিষয়ে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী এক মাসের মধ্যে রুলের শুনানি নিয়ে তা নিষ্পত্তির জন্য বলা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে ন্যাশনাল ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।

রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে গত বছর হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী হাসান মুহাম্মদ আবদুল্লাহ এ রিটটি দায়ের করেন। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, সিআইডি ও দুদককে এ বিষয়ে তদন্ত করে চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়াও একই বিষয়ে রুল জারি করা হয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন বিবাদী পক্ষ। এরই ধারাবাহিকতায় গতকাল হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আরও পড়ুন

×