ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার নোয়াব সভাপতির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পর তোলা ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:২৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৪:২৯

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর ২০২২ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নোয়াব সভাপতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২২ সালের অডিট রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়াও, অন্যান্য বিষয়ের মধ্যে দেশের সংবাদপত্র জগৎ নিয়ে শিগগিরই একটি আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার সভায় সভাপতিত্ব করেন, নোয়াব সভাপতি এ. কে. আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী, সদস্য মতিউর রহমান, মাহ্ফুজ আনাম, এ এম এম বাহাউদ্দীন, তারিক সুজাত, দেওয়ান হানিফ মাহমুদ ও শামসুল হক জাহিদ।

আরও পড়ুন

×