ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপি কার্যালয়ে ভাঙচুর

ডিবির হারুনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ডিবির হারুনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর দলটির প্রধান কার্যালয় তালাবদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ১১:১৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ১১:১৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলার সাবেক এমপি নাজিম উদ্দিন আলম আজ রোববার সকালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেবেন বলে জানান। এরপর মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় দুপুরের পর তা খারিজ করে দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বলা হয়েছিল, গত ৭ ডিসেম্বর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আসামিরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনধিকার প্রবেশ করে অনিষ্ট সাধনের পাশাপাশি মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। এরপর লুটপাট সম্পাদনের মাধ্যমে তাণ্ডব চালায় এবং অফিসের নিচতলার প্রধান প্রবেশ পথ থেকে ৬ তলা পর্যন্ত ডাকাতি করে।

এ সময় অফিসের স্টাফসহ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়া নেতাকর্মীদের ব্যাপক মারধর করা হয় মামলার আবেদনে উল্লেখ করা হয়। বিএনপির পূর্বনির্ধারিত অনুষ্ঠান বানচালের লক্ষে ঘটনার দিন উল্লেখিত সময় আসামিরা এসব অপকর্মে লিপ্ত হয় বলেও জানানো হয়।

আরজিতে বিএনপির ১৪ জনকে সাক্ষী করা হয়। এ ছাড়াও ঘটনার সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহে আদালতের পদক্ষেপ এবং হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

আরও পড়ুন

×