ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাউশির ৩ অঞ্চলে উপপরিচালক বদলি

মাউশির ৩ অঞ্চলে উপপরিচালক বদলি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ০৯:০৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ০৯:২০

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তিনটি অঞ্চলের উপপরিচালককে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১) সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এ.এস.এম আব্দুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। আর খুলনার জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছে খুলনার জেলা শিক্ষা অফিসার পদে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ খুব শিগগিরই কার্যকর হবে।

আরও পড়ুন

×