বাংলাদেশিরা বিদেশে সম্পদ কিনতে পারবেন কিনা, আদেশ সোমবার

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৯
প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তি বাংলাদেশ থেকে আয় করা অর্থে বিদেশে সম্পদ কিনতে পারবেন কিনা তা নিয়ে আগামী সোমবার আদেশ দেবেন হাইকোর্ট। এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। আদালত বলেন, দ্বৈত নাগরিকত্ব দেশপ্রেমকে বিভক্ত করতে পারে। তারা টাকা নিয়ে ওই দেশে চলে যাচ্ছেন। কাজেই এসব ক্ষেত্রে সংবিধানের ব্যাখ্যাও রাষ্ট্রপক্ষের কাছে চান আদালত।
‘বিদেশে সম্পদ কেনার উৎসব’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ নজরে এলে আজ বৃহস্পতিবার এমন প্রশ্ন তোলেন আদালত। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রতিবেদনটি আদালতের নজরে আনেন। আদালত আইনজীবীকে সংবিধান ও সংশ্নিষ্ট আইনের ধারা অনুযায়ী বিষয়টি নিরীক্ষা করতে বলেছেন।
- বিষয় :
- দ্বৈত নাগরিকত্ব
- বিদেশে সম্পত্তি