গেজেটভুক্ত আড়াই হাজার মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত

আবু সালেহ রনি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ১৫:০৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ১৫:৩৫
গোপালগঞ্জ সদর উপজেলার গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া। দেড় দশক ধরে নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেলেও গত এপ্রিল থেকে ওই ভাতা স্থগিত রয়েছে তার। শুধু শাহজাহান মিয়া নন, তার মতো উপজেলার আরও ৬৭ মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে অনেকের নাম 'লাল মুক্তিবার্তা'য়ও রয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তথ্যানুযায়ী, চলতি বছরের বিভিন্ন সময় সারাদেশে গেজেটভুক্ত প্রায় আড়াই হাজার মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির মুখোমুখি হয়ে তাদের ফের প্রমাণ করতে হবে মুক্তিযুদ্ধে নিজ নিজ ভূমিকা। যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারলে আবার ভাতা চালু করা হবে। এ জন্য ভাতা স্থগিত হওয়া মুক্তিযোদ্ধাদের আপিল করারও সুযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ২ হাজার ১৮৮ জন জামুকায় আপিল করেছেন। আগামী মাসে এই যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
অবশ্য মুক্তিযোদ্ধা ভাতা বন্ধের বিষয়ে স্থানীয় উপজেলা প্রশাসন দ্বৈত নীতি অনুসরণ করছে বলে দাবি করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার কয়েকজন মুক্তিযোদ্ধা। এর মধ্যে ভাতাবঞ্চিত স্থানীয় মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের দাবি, ২০১৭ সালে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের পর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ১০৫ জনের ভাতা বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু ভাতা স্থগিত করা হয়েছে ৬৭ জনের। তিনি আরও বলেন, গেজেট ও সনদ নম্বর ভুলভাবে উপস্থাপন করে উদ্দেশ্যমূলকভাবে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে অনেক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি জামুকার ৬৫তম সভায়ও আলোচনা হয়েছে। জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, "গেজেটভুক্ত অনেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বিগত বছরগুলোতে স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ দিয়েছেন। আমরা সেগুলো আমলে নিয়ে স্ব স্ব উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে পাঠিয়েছিলাম। কমিটি অভিযুক্ত মুক্তিযোদ্ধার বক্তব্য নিয়েছে, অনেকে আবার অভিযুক্ত কমিটির সামনেও হাজির হননি। তাদের যাচাই-বাছাইয়ের পর উপজেলা কমিটি দুই হাজারেরও বেশি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাকে 'অমুক্তিযোদ্ধা' আখ্যা দিয়ে জামুকায় তালিকা পাঠিয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমরা জামুকার সভায় সিদ্ধান্ত নিয়েছি তাদের ফের যাচাই-বাছাইয়ে অংশ নিতে হবে। এ জন্য তাদের আপিল করারও সুযোগ দেওয়া হয়েছে।" ভাতা স্থগিতের বিষয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'পুনরায় যাচাই-বাছাইয়ে তারা যদি আপিল কমিটির সুপারিশে সঠিক প্রমাণ হন, তাহলে তাদের আগের ভাতাও দেওয়া হবে। আর যারা পারবেন না, তাদের গেজেট ও সনদ বাতিল করা হবে।'
এদিকে গেজেট বহাল থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত রেখে যাচাই-বাছাই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, তাদের অহেতুক হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, 'মুক্তিযোদ্ধা ভাতা চালুর জন্য আমরাই এক সময় দাবি জানিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে ভাতা চালু না হলেই বরং ভালো হতো। কারণ একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদের ৫০ ভাগেরও বেশি মারা গেছেন। তাতেও মুক্তিযোদ্ধার সংখ্যা কমছে না। এ জন্য যাচাই-বাছাই খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত এই কার্যক্রম শেষ করা দরকার।'
গেজেট বহাল থাকা অবস্থায় ভাতা স্থগিত রাখার বিষয়ে তিনি বলেন, 'এত বেশি অমুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন যে, তাদের শনাক্ত করতে হলে মন্ত্রণালয়কে আরও কঠোর ভূমিকা নিতে হবে। একটি অনিয়ম হলে তা সংশোধনের জন্য যেমন অনেককে ভুগতে হয়, তেমনি এখানেও সেই ঘটনা ঘটবে। এটি আমাদের জন্য দুঃখজনক।'
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশে এখন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৪৭৯। ভাতা পাচ্ছেন ১ লাখ ৮৮ হাজার ১২৭ জন। সাধারণ মুক্তিযোদ্ধারা ১২ হাজার টাকা মাসিক ভাতা পান। এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাও মাসিক ভাতা পাচ্ছেন। এর মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ শ্রেণি (পঙ্গুত্বের হার ৯৬-১০০ ভাগ) ৪৫ হাজার, বি শ্রেণি (পঙ্গুত্বের হার ৬১-৯৫ ভাগ) ৩৫ হাজার, সি শ্রেণি (পঙ্গুত্বের হার ২০-৬০ ভাগ) ৩০ হাজার, ডি শ্রেণির (পঙ্গুত্বের হার ১-১৯ ভাগ) যুদ্ধাহতরা ২৫ হাজার এবং সাত বীরশ্রেষ্ঠদের পরিবারের মাসিক ভাতা ৩৫ হাজার, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার মাসিক ৩০ হাজার এবং মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার ২৫ হাজার টাকা ভাতা পাচ্ছে। এর সঙ্গে চলতি অর্থবছর থেকে জীবিত মুক্তিযোদ্ধাদের জনপ্রতি ৫ হাজার টাকা হারে বিজয় দিবস ভাতা এবং সব মুক্তিযোদ্ধার অনুকূলে মূল ভাতার ২০ ভাগ হারে বাংলা নববর্ষ ভাতা দেওয়া হচ্ছে।
- বিষয় :
- গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা
- মুক্তিযোদ্ধা