২০২৪-২৫ অর্থবছর
৩ লাখ ৬৮ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়

সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ২১:৪৯ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ২১:৪৯
সদ্য সমাপ্ত অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আজ সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকার রাজস্ব আদায় করে এনবিআর। এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থবছর শেষে কিছু কিছু ক্ষেত্রে হিসাব সমন্বয় করতে এক-দুই সপ্তাহ লেগে যায়। নতুন অর্থবছরে সবাই নতুন উদ্যমে কাজ শুরু করছে। ফলে রাজস্ব আদায় আরেকটু বাড়বে।
কাস্টমসের কাজ স্বাভাবিকভাবে চলছে উল্লেখ করে আব্দুর রহমান খান বলেন, পণ্য সরবরাহ ব্যবস্থা সচল আছে। কর্মকর্তাদের আহ্বান জানানো হয়েছে তারা যেন আইন অনুযায়ী নিষ্ঠার সঙ্গে দ্রুত সব কাজ সম্পন্ন করে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল ও মংলাসহ অন্য কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন অর্থনীতির মূল চালিকা শক্তি। এসব স্থানে যেন কোনো ব্যাঘাত না ঘটে। ব্যবসায়ীরা যাতে কোনোভাবে কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন। সেই দিকে খেয়াল রাখার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রত্যেককে দেশের স্বার্থে রাষ্ট্রীয় অগ্রাধিকারকে সবার ওপরে স্থান দিতে হবে। ব্যক্তিগত অথবা গোষ্ঠিগত স্বার্থ যদি রাষ্ট্র স্বার্থের সাথে সাংঘর্ষিক হয় তা এড়িয়ে যেতে হবে। কারণ চেয়ারম্যানসহ এনবিআরের কেউই অপরিহার্য নয়। বরং কাস্টম হাউস ও শুল্ক স্টেশনসহ রাজস্ব আহরণের দপ্তরগুলো অপরিহার্য। এসব দপ্তরে স্বাভাবিক কাজকর্ম চালু রাখতে হবে। কারা কাজ করবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এগুলোর কার্যক্রম কোনভাবেই ক্ষতিগ্রস্ত যাতে না হয়।
- বিষয় :
- এনবিআর
- এনবিআর চেয়ারম্যান
- রাজস্ব