ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগের ১২ কর্মসূচি

ভর্তিচ্ছুদের সহায়তায় ছাত্রলীগের তথ্যকেন্দ্র। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৫:২২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৫:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষা শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষার দিনগুলোতে বিগত বছরগুলোর ন্যায় ছাত্রলীগ ভর্তিচ্ছুদের সহায়তায় তথ্যকেন্দ্র, বাইক সার্ভিস, অভিভাবক ছাউনী, বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থাসহ ১২ কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া বিভিন্ন সংগঠনও ভর্তি পরীক্ষার দিনে শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে।
শুক্রবার রাতে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদের কর্মসূচি হলো-
১. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 'শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র স্থাপন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিশ্চিত করা।
২. পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর জন্য ক্যাম্পাস জুড়ে দিকনির্দেশামূলক চিহ্ন ব্যবহৃত হবে ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
৩. কলম, ফাইল সহ ভর্তি পরীক্ষা উপযোগী শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।
৪. পরিবহন সুবিধা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে 'জয় বাংলা বাইক সার্ভিস' কার্যক্রম চলবে।
৫. ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা করা হবে।
৬. প্রাথমিক চিকিৎসা কেন্দ্র' গঠনের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের সুবিধা নিশ্চিত করা হবে।
৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।
৮. পরীক্ষা কেন্দ্রে নেওয়ার অনুপযোগী শিক্ষার্থীদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র রাখার ব্যবস্থা থাকবে।
৯. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের সুবিধার্থে 'অভিভাবক ছাউনি'র ব্যবস্থা করা হবে।
১০. ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকের ব্যবহারের জন্য 'মোবাইল টয়লেট' এর ব্যবস্থা থাকবে।
১১. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতে প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগের মাধ্যমে পরীক্ষার পূর্ব রাতে থাকার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞপ্তিতে তারা ভর্তি পরীক্ষা সম্পূর্ণ মেধাভিত্তিক প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্তভাবে আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সর্বোচ্চ তৎপরতা নিশ্চিতের আহ্বান জানান।
এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। এই তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ভর্তি পরীক্ষা
- ছাত্রলীগ