সাতক্ষীরায় দুদকের গণশুনানি রোববার

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৩ | ১৩:৩৯ | আপডেট: ১৩ মে ২০২৩ | ১৩:৩৯
সরকারি দপ্তরে হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে রোববার সাতক্ষীরায় গণশুনানি হবে। সেবাবঞ্চিতদের সেবাদানের জন্য সুনির্দিষ্ট তারিখ ও সময় নির্ধারণ করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দুদক কমিশনার মো. জহুরুল হক।
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে সকাল ৯টায় গণশুনানি শুরু হবে। জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবাবঞ্চিত জনগণের অভিযোগ শোনা হবে এবং লিপিবদ্ধ করা হবে। সরকারি অফিসগুলোর সেবাদানকারি কর্মকর্তাদের সামনেই সেবাবঞ্চিতরা অভিযোগগুলো তুলে ধরবেন।
সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের সমাধানের বিষয়ে দুদক কর্মকর্তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাবেন। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নিমূল করাই গণশুনানির মূল উদ্দেশ্য।
সেবাবঞ্চিত বা কোনোভাবে দুর্নীতির শিকার হওয়া স্থানীয় মানুষদের ওই গণশুনানিতে উপস্থিত থাকার জন্য দুদকের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
গণশুনানিতে জেলা সদরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন।
দুদক মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. আক্তার হোসেন, দুদকের খুলনা বিভাগের পরিচালক মো. মঞ্জুর মোরশেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আবুল কালাম বাবলা অংশ নেবেন।
- বিষয় :
- দুদক
- গণশুনানি
- দুর্নীতি দমন কমিশন