টকশোতে এমডির বিরুদ্ধাচরণ
ঢাকা ওয়াসা চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৩ | ২০:৩০ | আপডেট: ১৫ মে ২০২৩ | ২০:৩০
ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সংস্থাটির বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা কিছু অভিযোগ তোলেন।এ জন্য গোলাম মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের তিনটি সংগঠন। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে এ চিঠি দেওয়া হয় বলে জানা গেছে। টকশোতে গোলাম মোস্তফা অভিযোগ করেছিলেন, ওয়াসা বোর্ড কার্যত অকার্যকর। তাকসিম এ খান তার অনুপস্থিতিতে বোর্ডের সভা হতে দেন না।
চিঠির বিষয়ে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘আমার কাজে যাঁদের স্বার্থে আঘাত লেগেছে, তাঁরাই অভিযোগ করাচ্ছেন। আমার বক্তব্যে ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের কোনো স্বার্থহানি হয়নি। ফলে ওয়াসার কেউ স্বপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ জানাবেন না। তাঁরা চাপের মুখে অভিযোগ করেছেন।’
যে তিন সংগঠনের নামে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে সেগুলো হলো– ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ), ঢাকা ওয়াসা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠন তিনটির বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। ঢাকা ওয়াসার একাধিক কর্মকর্তা সমকালকে বলেন, বোর্ড চেয়ারম্যানের কিছু উদ্যোগের কারণে এমডি তাকসিম ক্ষুব্ধ। তিনি বোর্ড চেয়ারম্যানকে নিয়ে অস্বস্তিতে আছেন। সাম্প্রতিক সময়ে ওয়াসা প্রশাসনের কিছু বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করে। এসব কারণে হয়তো বোর্ড চেয়ারম্যানকে চাপে রাখতে তাঁর বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়েছে। যাঁরা অভিযোগ দিয়েছেন, তাঁদের বেশিরভাগ এমডির অনুগত কর্মকর্তা-কর্মচারী।
মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে বলা হয়, টকশোতে বোর্ড চেয়ারম্যান বলেছেন, ওয়াসা আইনে প্রবিধান তৈরির বিষয়ে বলা হলেও তা তৈরি করা হয় না। ইচ্ছাকৃতভাবে করা হয় না, যাতে নিজ ইচ্ছামতো কাজ করা যায়। যেহেতু এটা দেখার কেউ নেই। কাজেই যা খুশি তাই করবে। চিঠিতে আরও বলা হয়, বোর্ড চেয়ারম্যান টকশোতে বলেছেন, ওয়াসা বোর্ডকে বাইপাস করে সবকিছু করার চেষ্টা করা হয়। ১৯৯৬ সালের ওয়াসা আইন অনুযায়ী ঢাকা ওয়াসা চলছে না।
চেয়ারম্যানের এসব বক্তব্য বস্তুনিষ্ঠ নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে দাবি করা হয়, ঢাকা ওয়াসার যাবতীয় কার্যক্রম বোর্ডের সিদ্ধান্তক্রমেই বাস্তবায়ন করা হচ্ছে। টেলিভিশন টকশোতে বোর্ড চেয়ারম্যানের এমন বক্তব্য ঢাকা ওয়াসার অর্জন ও সরকারের অবদানকে হেয় করার শামিল।
এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা ওয়াসার এমডি তাকসিমের ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।