ঢাবির 'ক' ও 'চ' ইউনিটের ফল প্রকাশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০২:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার দুপুরে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন।
‘ক’ ইউনিটের নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী। এতে পাসের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। আর ‘চ’ ইউনিটে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া ফল জানা যাবে মোবাইল থেকে DU<>KHA<>Roll লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও।
এ বছর 'ক' ইউনিটে এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৮৫ হাজার ৮৭৯ জন এবং 'চ' ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৭০৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবি