শাহজালাল বিমানবন্দরে ৩৫৬৫ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ২৬ মে ২০২৩ | ১৫:২৮
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৫৬৫টি ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার তাকে আটকের পর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে জাহিদের আচরণ সন্দেহজনক মনে হয়। তার দিকে এগিয়ে যেতেই দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে এপিবিএনের গোয়েন্দা দল। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাহিদ পকেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।