ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে জন্ম-মৃত্যু নিবন্ধন অতি গুরুত্বপূর্ণ: তাজুল ইসলাম

উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে জন্ম-মৃত্যু নিবন্ধন অতি গুরুত্বপূর্ণ: তাজুল ইসলাম

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম - পিআইডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩ | ১২:১২ | আপডেট: ০৭ জুন ২০২৩ | ১২:১২

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যেকোনো জাতির কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হলে সিভিল রেজিস্ট্রেশন বা জন্ম-মৃত্যু নিবন্ধন অতি গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ বাস্তবায়নের জন্য অগ্রগতি, চ্যালেঞ্জ, সুযোগ এবং কর্মপরিকল্পনা ত্বরান্বিতকরণের জন্য সিভিল রেজিস্ট্রেশন ভাইটাল স্ট্যাটিসটিক্স বা সিআরভিএস বেশ কার্যকর। সেজন্য বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইন প্রণয়ন করা হয়েছে।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দক্ষিণ এশিয়ার সিভিল রেজিস্ট্রেশন প্রফেশনালদের তৃতীয় আঞ্চলিক কনফারেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ণের ফলে বাংলাদেশের শহরে কত মানুষ বসবাস করছে সে পরিসংখ্যান আমাদের নীতি প্রণয়ণনের কাজে সাহায্য করে।

তাছাড়া বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও অবদান সারা বিশ্বে স্বীকৃত জানিয়ে তিনি বলেন, সিভিল রেজিস্ট্রেশন নারী-পুরুষের নানা ধরনের তথ্য সংরক্ষণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

/এসআর/

আরও পড়ুন

×