গত অর্থবছরে পল্লী বিদ্যুতের ক্ষতি ৫২৪ কোটি টাকা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ০৩:৪২
গতকাল বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সরকারি দলের বেনজীর আহমদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের সুবিধার আওতায় আনা হয়েছে। সব উপজেলায় শতভাগ বিদ্যুত সম্প্রসারণ করা সম্ভব হয়েছে।
মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬টি বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি/সংস্থা এ পর্যন্ত ৫৪ লাখ ৫৩ হাজার ৫৪৫টি প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে, যা মোট বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫১ লাখের ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। আগামী ২০২৩-২৪ অর্থবছরে আরও ২৭ লাখ ৩০ হাজার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩১ লাখ ৩০ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হাজী মোহাম্মদ সেলিমের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান নবায়নযোগ্য জ্বালানি হতে এক হাজার ১৭৮ দশমিক ৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে সৌরশক্তি হতে ৯৪৪ দশমিক ৮৮ মেগাওয়াট।
কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশে নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ইলিশায় মজুতসহ বর্তমানে গ্যাসের প্রাথমিক মজুত ৪০ দশমিক ৪৩ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৮ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ৩১ মে ২০২২ পর্যন্ত ১৯ দশমিক ৯৪ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ৮ দশমিক ৮২ ট্রিলিয়ন ঘনফুট মজুত অবশিষ্ট রয়েছে। দৈনিক গড়ে ২২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বিবেচনায় এ গ্যাসে ১০ বছর চলবে।
বিসিকের শিল্প প্লট ১২ হাজারের বেশি : মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানান, সারাদেশে ২ হাজার ৩১৪ দশমিক ৪ একর জমিতে বিসিকের ৮২টি শিল্পনগরী স্থাপিত হয়েছে।
এসব শিল্পনগরীতে ১২ হাজারর ৩১৩টি শিল্প প্লট রয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭৫০টি প্লটে ৫ হাজার ৮৪৪টি শিল্পকারখানা স্থাপিত হয়েছে। মন্ত্রী জানান, বর্তমান সরকারের তিন মেয়াদে ৫ হাজার ৬৬৭টি শিল্প প্লটে তিন হাজার ৬৪টি শিল্পকারখানা স্থাপন করা হয়েছে।