ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জাতীয় চিড়িয়াখানায় জেব্রার মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় জেব্রার মৃত্যু

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১৮:২৯ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১৮:২৯

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় একটি জেব্রা মারা গেছে। 

রোববার রাত সাড়ে ১০টায় চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক এ জেব্রাটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, জেব্রাটি গত পাঁচদিন ধরে অসুস্থ ছিল। তার হঠাৎ পায়খানা বন্ধ হয়ে যায়। আমরা পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। আমাদের মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা চলছিল। তারপরও জেব্রাটিকে বাঁচাতে পারলাম না। 

তিনি আরও বলেন, জেব্রাটির বয়স ১৬ বছর। নারী জেব্রাটি চিড়িয়াখানার সবচেয়ে বয়স্ক জেব্রার মধ্যে একটি। চিড়িয়াখানায় মোট আটটি জেব্রা ছিল, এখন আছে সাতটি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর জাতীয় চিড়িয়াখানায় প্রায় আট মাস বয়সী একটি জেব্রা মারা যায়।

আরও পড়ুন

×