ঈদের ছুটিতে ফেসবুক বন্ধুদের আম পেড়ে খাওয়ার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ০৫:৪৫ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ০৫:৪৫
আসন্ন ঈদুল আজহার ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় (রাজশাহী-৬, বাঘা-চারঘাট) ফেসবুক বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার বিকেলে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ আমন্ত্রণের কথা জানান তিনি। স্ট্যাটাসে তিনি আগামী ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত তার নির্বাচনী এলাকায় সবাইকে ঘুরে আসার আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যাটাসে লেখেন, ‘ফেসবুকের বন্ধুদের আমন্ত্রণ রইলো ঈদের ছুটিতে আমার নির্বাচনী এলাকায় (২৮ জুন থেকে ১ জুলাই) ঘুরে আসার।’

তিনি লেখেন, ‘সম্ভাব্য অর্জন বা বিবেচনার বিষয় হতে পারে- আমার আড়ানীর বাসায় থাকা-খাওয়া ফ্রি; আম পাড়া ও খাওয়া ফ্রি; আত্মীয়-বন্ধুদের জন্য অন্তত এক ঝুড়ি আম নিয়ে আসা ফ্রি; গ্রামগুলো এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা; নদী ও চর ঘুরে দেখা; শেখ হাসিনার দায়িত্বকালীন, বিশেষ করে গত তিন দফার ধারাবাহিকতায় গ্রামের জীবন যাত্রার পরিবর্তন স্বচক্ষে অনুধাবন করা।’
স্ট্যাটাসে শাহরিয়ার আলম লেখেন, ‘একটাই শর্ত। অভিজ্ঞতাটুকু আমার সঙ্গে শেয়ার করতে হবে। চাইলে পাবলিকলিও শেয়ার করতে পারেন।’
আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। ঈদুল আজহা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। প্রধানত বিশেষ নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করা হয় এই ঈদ।