ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সৌদি যুবরাজের সঙ্গে সালমান এফ রহমানের সাক্ষাৎ

সৌদি যুবরাজের সঙ্গে সালমান এফ রহমানের সাক্ষাৎ

সালমান এফ রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ০৭:১৩ | আপডেট: ০৪ জুলাই ২০২৩ | ০৭:১৩

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২৯ জুন (১১ জিলহজ) মিনা প্রাসাদে তারা সাক্ষাৎ করেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সালমান এফ রহমানের ভেরিফায়েড পেজ থেকে এ তথ্য জানানো হয়।

সৌদি যুবরাজের সঙ্গে করমর্দনের একটি ছবি পোস্ট করে সালমান এফ রহমান লিখেছেন, মিনা প্রাসাদে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করে সম্মানিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছি। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার হয়ে শুভেচ্ছা জানাতে বলেছেন।

আরও পড়ুন

×