ব্যারিস্টার শব্দের ব্যবহার নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৬:১৭ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৬:১৭
বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দের ব্যবহার নিষিদ্ধের দাবিতে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান। আইন মন্ত্রণালয়ের সচিব ও বার কাউন্সিলের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, বিভিন্ন দেশে আইনজীবীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ অনুযায়ী বাংলাদেশে যারা আইনজীবী তাদের ‘অ্যাডভোকেট’ নামে অভিহিত করা হবে। সেদিক থেকে বাংলাদেশে আইনজীবীদের একমাত্র পেশাগত উপাধি ‘অ্যাডভোকেট’।
এই ভূখণ্ডে ‘অ্যাডভোকেট’ শব্দ ছাড়া বিদেশি কোনো রাষ্ট্রের আইন পেশার টাইটেল ব্যবহার করা বৈধ নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে বিদেশি ও সাবেক ঔপনিবেশিক রাষ্ট্র ইংল্যান্ডের আইনজীবীদের টাইটেল ‘ব্যারিস্টার’ ব্যবহার করা হচ্ছে, যা পুরোপুরি অবৈধ। এই ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহারের কারণে ‘অ্যাডভোকেট’ শব্দটি অবমূল্যায়িত হচ্ছে। বিচারপ্রার্থীরা ‘ব্যারিস্টার’ ও ‘অ্যাডভোকেট’ শব্দ নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন। এতে অ্যাডভোকেটরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বাংলাদেশের যে কোনো নাগরিক বিদেশি রাষ্ট্রে বিশেষ করে ইংল্যান্ডে পড়াশোনা করতে পারেন এবং সে দেশের আইনজীবী তথা ব্যারিস্টার হতে পারেন। কিন্তু তাঁর উদ্দেশ্য যদি হয় ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহার করে এ দেশে সেবাগ্রহীতাদের প্রভাবিত করা তাহলে বিষয়টি সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
- বিষয় :
- নোটিশ
- অ্যাডভোকেট
- ব্যারিস্টার
- আইনি নোটিশ