ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্মার্ট ফার্মিং সাইটে মাঠ পরিদর্শন ও সেমিনার

স্মার্ট ফার্মিং সাইটে মাঠ পরিদর্শন ও সেমিনার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ০৯:০২ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ০৯:০২

গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) স্মার্ট ফার্মিং সাইটে মাঠ পরিদর্শন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এবং নোডস ডিজিটাল লিমিটেড ২০২১ সাল থেকে একটি প্রকল্পের আওতায় আইওটি এবং এআই ভিত্তিক কৃষি বাস্তবায়নের সম্ভাব্যতা তদন্ত করে। ওই প্রকল্পের সমাপ্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার মাঠ পরিদর্শন ও সেমিনারটি অনুষ্ঠিত হয়।

নোডস ডিজিটাল লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. এস এম বখতিয়ার। তিনি প্রকল্পটি বাস্তবায়নে তার সন্তুষ্টি প্রকাশ করেন এবং স্মার্ট বাংলাদেশ অর্জনের জন্য আইওটি এবং এআই ভিত্তিক চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

এতে সভাপতিত্ব করেন বিএআরআই এর ডিজি ড. দেবাশীষ সরকার। এতে প্রকল্পের প্রযুক্তি অংশীদার নোডস ডিজিটাল লিমিটেডের প্রতিনিধিত্ব করেন এর প্রতিষ্ঠাতা ড. সাদ হাসান, শাফকাত রেজা চৌধুরী, ড. রাশেদুল হক এবং আইওটি পরামর্শক ড. তানসির আলী।

এ দিন বিএআরসি এর প্রকল্প সমন্বয়কারী ড. নাজমুন করিম অতিথিদের প্রকল্পের সাফল্য সম্পর্কে জানান এবং বাংলাদেশে আইওটি ও এআই ভিত্তিক কৃষিতে অগ্রণী উদ্ভাবনের জন্য নোডস ডিজিটাল লিমিটেডকে স্বাগত জানান।

আরও পড়ুন

×