১১ মামলার আসামি সাবেক ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৬:৩০ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ১৬:৩৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এনামুল কবিরকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার তাকে চট্টগ্রাম মহানগরীর প্রশান্তি আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যার পর এ তথ্য জানিয়েছেন এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, আসামির বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ অন্যান্য আইনে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে সিএমপি কোতোয়ালি থানায় একটি ও বাকলিয়া থানায় একটি মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া সিএমপি কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি ও হালিশহর থানায় একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি এনামুল।
গ্রেপ্তার আসামি এনামুল কবির দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গোয়েন্দা তথ্য ভিত্তিতে তাকে করা হয়েছে। তাকে বাগেরহাট কচুয়া থানায় হস্তান্তার করা হয়েছে।