ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নারীদের ব্যক্তিগত ছবি টেলিগ্রাম গ্রুপে দিয়ে ধরা ৪ তরুণ

নারীদের ব্যক্তিগত ছবি টেলিগ্রাম গ্রুপে দিয়ে ধরা ৪ তরুণ

টেলিগ্রাম গ্রুপে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে গ্রেপ্তার ৩ তরুণ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৮:০০

 কিশোরী-তরুণীদের হয়রানি করতে ব্যক্তিগত ছবি ও ভিডিও টেলিগ্রামের একটি গ্রুপে ভাইরাল করায় চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার ঢাকার সাভার, মিরপুর, উত্তরা ও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– ফাইজুল মল্লিক, আশরাফুল প্রত্যয়, সাফিন রহমান ও তামিম রহমান।

বৃহস্পতিবার সিআইডি মুখপাত্র আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে গত ২১ মে দেশে টেলিগ্রামের পমপম গ্রুপ পরিচালনার মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তখন বিষয়টি বেশ আলোচনায় আসে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তাররা কিশোরী-তরুণীদের ব্ল্যাকমেইল করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও আদায়ের পাশাপাশি অর্থ দাবি করত। এসব ছবি-ভিডিও বিক্রি করে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

আজাদ রহমান জানান, অতি অল্প বয়সে অনলাইনের অন্ধকার জগতে ঢুকে পড়েছে অভিযুক্ত তরুণরা।

আরও পড়ুন

×