ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের স্মারকলিপি

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের স্মারকলিপি

সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৬:৩২ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ১৬:৩২

জামালপুরের বকসিগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে নাদিম হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একটি স্মারকলিপি দিয়েছে বিএফইউজে ও ডিইউজের প্রতিনিধি দল।

এর আগে সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্তকারী সংস্থা ওই মামলার জন্য ১০২ বার সময় নিয়েছে। তাহলে আমাদের বুঝতে বাকি নেই যে, তারা কেমন তদন্ত করছে। আর কেনই বা এই তদন্ত এখনো শেষ হচ্ছে না। 

তিনি আরও বলেন,  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নেপথ্যে যারা আছেন, তাদের সর্বপ্রথম গ্রেপ্তার করতে হবে। আর মামলার এজাহারভুক্ত সব আসামিকে এখনই আইনের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের পেছনের নির্দেশ দাতাদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। 

সমাবেশে নিহত নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, আমার বাবাকে যেদিন কবর দেওয়া হয়, সেদিন থেকে যে রাস্তায় দাঁড়িয়েছি, আজ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই। আমার মতো কোনো সাংবাদিকের মেয়েকে যেন আর রাস্তায় না দাঁড়াতে হয়।

দ্রুত বিচার আদালতে নাদিম হত্যার বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়ে বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, শুধু সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিতরাই অপরাধী নয়। যার বা যাদের নির্দেশে তারা নাদিমকে হত্যা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তিনি ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব সাংবাদিক সংগঠনকে নাদিম হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করতে আহ্বান জানান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, জাকারিয়া কাজল, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু প্রমুখ।


আরও পড়ুন

×